নাচোলে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

151

নাচোলে পৌরসভার উদ্যোগে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ  নাচোল পৌর মিলনায়তনে প্যানেল মেয়র তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বক্তব্য দেন, বিএমডব্লিউএসএসপি’র সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার আবু সাহেদ, নাচোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নাচোল পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব হোসাইন। কর্মশালায় নাচোল পৌর সভার ৯টি ওয়ার্ডের টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জিওবি, আইডিএ (বিশ্বব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে টেকনিক্যাল সাপোর্ট ইউনিট এর সহযোগীতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষ জানান।