নাচোলে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

401

নাচোলে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে নাচোল বাসস্ট্যান্ড থেকে রেলষ্টেশনগামী সড়কে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়। পরে বেলা ১১টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল-এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান। অন্যান্যের মাঝে উপস্তিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একরামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদ্য ও নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দিন, নাচোল ডায়াবেটিক সমিতির সেক্রেটারি সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক মতিউর রহমানসহ অন্যান্যরা। উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ কর্মসুচীর মধ্যে ছিল ২৬ মার্চ প্রত্যুষে নাচোল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের নিয়ে “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” প্রতিপাদ্যে’র এক আলোচনাসভা ও ৩০ মার্চ নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।