Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোলে দিনব্যাপি “মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক” দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে দিনব্যাপি “মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ এ এই কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সামছুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দীন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, হিসাব রক্ষক ওয়াসিম আকরাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ফসিউল ইসলামসহ অন্যান্যরা। ওরিয়েন্টেশনে জানানো আগাীতে প্রয়াসের ‘আয়বৃদ্ধিমূলক ঋণ গ্রহনকারী সদস্যদের “মাচা পদ্ধতিতে ছাগল পালন, হাঁস-মুরগি পালন, কেঁচো সার উৎপাদন ও ব্যবহার এবং উন্নত পদ্ধতিতে পাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা গুলো প্রদান করা হবে।

Exit mobile version