নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত
নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় এবং রেলওয়ে সূত্র এবং পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কসবা ইউনিয়নের কালইর এলাকায় রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনগামী ১২৫ আপ পূর্ণভবা কমিউটার ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। সদর উপজেলার আমনুরা জংশন স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশহাী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে রাজশাহী জিআপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। সিআইডি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। জিআরপি কর্মকর্তা স্থানীয় সূত্রের বরাতে আরও বলেন, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ষ্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এবং আমনুরা জংশন ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।