01713248557

নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত

নাচোল উপজেলায় ট্র্রেনের ধাক্কায় শামীম হোসেন নামে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি নাচোলের কসবা ইউনিয়নের কালইর রেলগেটের অদূরে কাঠালঘুন্টি রেলবাগান এলাকার আলতাফ হোসেনের ছেলে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বাড়ির নিকটেই খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার আমনূরা জংশন রেলওয়ে পুলিশ জিআরপি কর্মকর্তা ও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক-এসআই নরেশ চন্দ্র দাস বলেন, গতকাল সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে তারা একসাথেই ঘুমিয়ে ছিলেন। পরে কখন শামীম বাড়ি থেকে বের হয়ে যান তা তিনি টের পান নি। শামীমের স্ত্রী পুলিশকে আরও জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। জিআরপি কর্মকর্তা আরও বলেন, শামীমের মাথা ও কপালে ট্রেনের ধাক্কা লাগার মত আঘাতের চিহ্ন ছিল। বাম হাতের কব্জিতেও আঘাতের চিহ্ন ছিল। তবে তিনি ট্রেনে কাটা পড়েন নি। রেললাইন থেকে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে যান বলে ধারণা করা হচ্ছে। জিআরপি কর্মকর্তা নরেশ বলেন, ঘটনার ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় জিডি করে ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বিকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের ভাইয়েরা এটি দূর্ঘটনা নয় হত্যা বলে মৌখিক অভিযোগ করেছেন এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রাত ২টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হয়েছে। আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ৫৮৫ আপ ট্রেনে কেটে ১জন নিহত হন বলে তিনি শুনেছেন।