নাচোলে টেকসই মাটি ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ।

515

নাচোলে টেকসই মাটি ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আন্তর্জাতিক সার উরন্নয়ন কেন্দ্রের আয়োজনে টেকসই মাটি ব্যবস্থাপনা বিষয়ক এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৭জন সাধারণ কৃষক-কৃষাণী, ২জন সারবিক্রেতা ও ১জন প্রদর্শনী চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে উন্নত জাতের বীজ, আদর্শ বীজতলা তৈরী, সারিবদ্ধ রোপন/বপন, সুষম সারব্যবহার, সেচ ব্যবস্থাপনা, আগাছা ও পোকা-মাকড় দমন, মাটির উর্বরতা সংরক্ষণ বিষয়ে স্বচিত্র তথ্য উপস্থাপন ও ধারণা প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক আইএফডিসির বাংলাদেশ প্রতিনিধি ড. শাহারুক আহম্মেদ, আইএফডিসির ফিল্ড কো-অডিনেটর নাজমুল হক, নাচোল উপজেলা কৃষি উপ-সহকারি অমিনুল ইসলামসহ অন্যান্যরা।