নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় ‘জি ৩ রুই মাছ চাষ’ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. জামাল হোসেন, সফল মৎস্য খামারি মো. ফারুক হোসেনসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।