নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
নাচোল উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক তিনি নাচোল পৌর শ্রীরামপুর মহল্লার শামিমের ছেলে রকি। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে নাচোল রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন শ্রীরামপুর এলাকা থেকে রকিকে আটক করা হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রকির নামে পূর্বের একটি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।