Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোলে চাষীদের মাঝে আউস প্রনোদনার বীজ-সার বিতরণ

নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রনোদনার (বিনামূল্যে) বীজ ও সার বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রনোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এ,কে,এম,সাদিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবয়ের আহাম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কল্লোল সরকারসহ অন্যান্যরা। উল্লেখ্য, এ প্রনোদনা কর্মসূচির আওতায় নাচোলে খরিদঃ১/২০১৯-’২০ মৌসুমে ১হাজার ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি করে আউস ধান বীজ প্রদান করা হয়।

Exit mobile version