নাচোলে কৃষক মাঠদিবসে ধানকাটা যন্ত্রের উদ্বোধন

442

নাচোলে কৃষক মাঠদিবসে ধানকাটা রাইস রিপার যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৬/১৭ অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত প্রদর্শনী প্লটে নেজামপুর ও লক্ষীপুর ব্লকে কৃষক হাবিবুর রহমান এবং আফজাল আলীর জমিতে ব্রিধান-৪৯ ও ৫১ জাত আমন ধান চাষ করা হয়। এ প্লটে উৎপাদিত আমন ধান কাটার মধ্য দিয়ে খামার যান্ত্রিকী করণের অংশ হিসেবে রাইস রিপারের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, শ্রমিক সংকট নিরসন এবং উৎপাদন খরচ সাশ্রয়ীকরণে ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০শতাংশ ভর্তুকিতে ফসল কর্তন রাইস রিপার যন্ত্র প্রদানের মাধ্যমে কৃষকদেরকে খামার যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নেজামপুর ব্লকে কৃষক মাঠদিবসের আলোচনাসভায় রাইস রিপার যন্ত্রের ব্যবহার ও এর সুফল তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল পরিবেশ রক্ষা কমিটির সেক্রেটারী মতিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী, মর্তুজা আলী ও রবিউল ইসলাম, সার ও কীটনাশক বিক্রেতা আতাউর রহমানসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা।