নাচোলে কৃষকদের মধ্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

57

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাইব্রিড জাতের বোরো ধানবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানবীজ (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মধ্যে বীনামূল্যের এই বীজ বিতরণ করা হচ্ছে। বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল হাসান, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম ও আবু সাইদ।
উপজেলা কৃষি অফিসার জানান, ৩ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানবীজ দেওয়া হচ্ছে।