নাচোলে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

87

নাচোল উপজেলায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নেজামপুরে অবস্থিত প্রয়াসের ইউনিট-২২ এ এই সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি হাজি-ওহিদুজ্জামান, সিএইচসিপি বিষ্ণু বর্মণ, ইউপি সদস্য আবু তাহের, এফডাব্লিউএ দেবশ্রী বর্মন, এইচএ মফিজুল ইসলামসহ অন্যরা। সভায় প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক এবং বাংলাদেশ হেলথ ওয়াচ, চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চলানায় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, উপজেলা যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যরা। এসময় প্রয়াসের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম ও সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বর্মন উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে প্রয়াসের ইউনিট-১৫ নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সাথে সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সমন্বয় সভার আয়োজন করেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।