নাচোলে এক কৃষকের প্রায় ৪ লাখ টাকা মুল্যের গরু-মহিষ চুরি

307

নাচোলে এক কৃষকের গোয়ালঘর থেকে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা মুল্যের এক জোড়া মহিষ ও এক জোড়া গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত গভীর রাতের কোন এক সময় পৌর এলাকায় নাচোল-আড্ডা প্রধান সড়ক লাগুয়া উত্তর সাকোপাড়া মহল্লার মৃত আব্দুল ওহাব এর ছেলে শফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে এসব মহিষ ও গরু চুরি হয়। কৃষক শফিকুল জানান, আজ ভোর বেলায় গরু-মহিষ বের করার জন্য গোয়াল ঘরের দরজায় গিয়ে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে দুষ্কৃতকারিরা এক জোড়া মহিষ ও এক জোড়া গরু চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্তপুর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপর এক অভিযোগে জানাগেছে, প্রায় এক মাস পূর্বে নাচোল ইউনিয়নের গনইর গ্রামের অনারুল ইসলামের গোয়াল ঘরের দরজার শিকল ভেঙ্গে প্রায় দেড় লাখ টাকা মুল্যের একজোড়া গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ৬ নভেম্বর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত নাচোল সাব রেজিস্টার অফিসের পেছন (উত্তর) দিকের জানালার একাংশের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে রেকর্ডরুমের আলমিরার লক ভেঙ্গে রেজি ফিস ও এনেন ফিসের ৭ হাজার ৯৬০ টাকা চুরি করে নেয়। প্রসঙ্গত, সাব রেজিস্টার অফিসের চুরির ঘটনায় ১ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন নাচোল থানা পুলিশ।