Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

নাচোলে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

নাচোল উপজেলার খেসবা গ্রামের একটি আম বাগান থেকে আজ সকালে রবিউল ইসলাম নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ইসলাম একই গ্রামের জামাল উদ্দীনের ছেলে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুয়ায়ের আহম্মেদ জানান, গতকাল সকালে বের হয়ে রবিউল রাতে বাড়ি ফিরেনি, সকালে আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, রবিউল আতœহত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।

 

 

Exit mobile version