নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ

86

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নাচোল শাখার অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে রায়পাড়া গ্রামের ৫ জন, কৃষ্ণশাইল গ্রামের ৭ জন, কলিহার, রাওতাল ও ভুজইল গ্রামের ১৩ জনসহ ২৫ জন মৎস্যচাষি সদস্য অংশ নিচ্ছেন।
বুধবার প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য বিভাগের মৎস্য বীজ উৎপাদন খামার আমনুরা অফিসের খামার ব্যবস্থাপক মো. আমানুল্লাহ খান। পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছ চাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন তিনি।
স্বাগত বক্তব্য দেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের নাচোল শাখার ব্যবস্থাপক মো. কাওসার আলী, প্রাণিসম্পদ ইউনিটের সহকারী কর্মকর্তা মো. ইমদাদুল হক।