নাচোলে ইংলিশ লার্নার সোসাইটির পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

349

নাচোলে ইংলিশ লার্নার সোসাইটির বার্ষিক বক্তৃতা ও পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা এবং ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে ইংলিশ লার্নার সোসাইটির সভাপতি নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তোফায়েল আহাম্মেদ, ইংলিশ লার্নার সোসাইটির সেক্রেটারি ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাকিল রেজাসহ অন্যান্যরা। উল্লেখ্য, ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ইংলিশে বক্তৃতা, পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।