নাচোলের ২১টি বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইংবেজি বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার নাচোল উপজেলা স্কুলে সকাল ১০টায় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি প্রশিক্ষণ শুরু করা হয়।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ অন্যান্য শিক্ষক ও ব্র্যাকের সিডিও এসএসএফ মওদুদ আহম্মেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়— ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি)’র স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স চলতি অর্থবছরে নিজস্ব শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে জ্ঞান অর্জন করার লক্ষে নাচোল উপজেলায় ২১টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শনিবার এ শিক্ষাক্রম চালু করেছে। এরই অংশ হিসেবে নাচোল উপজেলা স্কুলে চালু করা হলো।