নাচোলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

205

নাচোলে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রুপান্তরের সহযোগিতায় উপজেলার কসবা ইউপির সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে এ আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। আজ সকাল ১০টায় সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি র‌্যালি সোনাইচন্ডী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সোনাইচন্ডী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সোনাইচন্ডী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক, আসুশের নির্বাহী পরিচালক রাজকুমার শাহা, রুপান্তরের মনিটরিং এ্যান্ড ইভেলোশন অফিসার পিতম মোস্তাকিম, ফিনান্স মনিটরিং কর্মকর্তা মিঠুন কুমার শাহাসহ অন্যারা। আলোচনাসভায় বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ দূর করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।