নাচোলে আনসার ভিডিপির সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

130

বর্ষের উদ্দিপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে নাচোল উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে দুঃস্থ আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ খাদ্য সহায়তা কার্যক্রম প্রদান করা হয়েছে। আজ সকালে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ৬৪ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি মসুর, ১কেজি তেল, ১টি সাবান, ১কেজি পিঁয়াজ, ত্রাণ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সংক্ষিপ্ত বক্তব্য দেন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনসার ভিডিপি অফিসার শহিদুল ইসলাম, নাচোল উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রশিক্ষক গোলাম শাকলাইন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, নেজামপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ইউনুস আলীসহ অন্যান্যরা। উল্লেখ্য যে নাচোল উপজেলায় মোট ৩০০ আনসার সদস্যদের মাঝে পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।