নাচোলে আনসার-ভিডিপির নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নাচোলে আনসার ও ভিডিপির নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ তলা বিশিষ্ট নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, আনসার ও ভিডিপি অফিসার মেহেদী হাসান, প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।