নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, স্বাক্ষরতা অভিযান এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম, প্রোগাম অফিসার সিরাজুল ইসলাম, এসেডো’র ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন,পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেম উদ্দিন, নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আদিবাসী নেতা বিধান সিং ও যতীন হেমরম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র/ছাত্রীবৃন্দ ও গনমাধ্যম কর্মী। আলোচনাসভায় আদিবাসীদের শিক্ষার মান বৃদ্ধি কিভাবে করা যায় সে বিষয়ে সমস্যা ও তাকে উত্তোরনের উপায় নিয়ে আলোচনা করা হয়।