নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নাচোলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি।

এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথি তার বক্তবে দেবেন্দ্রনাথ উঁরাও বলেন, আদিবাসীদের অনেকে ভাল গান গায়, কথা বলতে পারে কিন্তু স্টেজ পাইনা, ভাল খেলতে পারে কিন্তু মাঠ নেই। আপনাদের জানাতে চাই বর্তমান আন্তবর্তীকালীন সরকার আদিবাসীদের নিয়ে ভাবছে, আমরা আর পিছিয়ে থাকব না সামনে এগিয়ে যাব।
রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, প্রযোজক নয়ন আলী ও সহকারি প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় কমিউনিটি সংলাপের আয়োজন করে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।