নাচোলে আউশ আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

185

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে আউশ আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। গত কয়েক দিনে মুষলধারে বৃষ্টির হওয়া এই অঞ্চলের কৃষকরা আউশ ধান আবাদের ব্যস্ত হয়ে পড়েছে। গত বারের ধানের নায্যমূল্য না পেলেও আকাশের পানির লোভ সামলাতে না পেরে আবারো ধান চাষাবাদ শুরু করেছে কৃষকরা। নাচোল উপজেলা কৃষি অফিসার একেএম সাদিকুল ইসলাম জানান, চলতি আউশ মৌসুমে নাচোল উপজেলাতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১১হাজার হেক্টর।