নাচোলে অধ্যক্ষের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

250


নাচোলে হামলা, লুটপাট ও ককটেল নিক্ষেপের মিথ্যা মামলায় অধ্যক্ষকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে নাচোল উপজেলার বাস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সকালে নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা রাস্তার ওপর বসে সড়ক অবরোধ এবং দু’ধারে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনের সময় বিভিন্ন দিক থেকে আসা বাস, ট্রাকসহ বিভিন্ন অর্ধশতাধিক যানবাহন আটকিয়ে যায়। মানববন্ধনে বক্তব্য দেন, এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, তালন্দ ললিতমোহন ডিগ্রি কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম শাহিনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় অধ্যক্ষ ইসহাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে তার মুক্তি দাবি করেন বক্তারা। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে নবনির্বাচিত নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়িতে কথিত একদল দুর্বত্তের হামলা ও ছুরিকাঘাতে একজন আহত হওয়ার অভিযোগে গতকাল রাতে নাচোল থানায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই রাতেই মামলার আসামি নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসহাক আলীসহ ২জনকে গ্রেফতার করে পুলিশ।