01713248557

sm@radiomahananda.fm

LIVE

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা সভাপতি ইসমাইল এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, আব্দুর রশিদ সেন্টু শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত মৃত মুসলিম মন্ডলের ছেলে।