নাচোলের ফতেপুরে কর্মহারা পেশাজীবীদের মাঝে খাদ্যপণ্য বিতরণ

217

নাচোল উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়নের কর্মহারা পেশাজীবীদের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৯ জন সরকারি কর্মকর্তার তদারকিতে ওয়ার্ডভিত্তিক তালিকাভুক্ত ৫শ’ কর্মহারা পেশাজীবীদের মাঝে ৫ মেট্রিক টন চাউল ও ৫শ’ কেজি আলু বিতরণ করা হয়। করোনাভাইরাস সংক্রমন রোধে জাতীয় স্বার্থে সরকারের গৃহীত সিদ্ধান্ত ও বিভিন্ন দিকনির্দেশনায় সামাজিক ও মানুষের জীবন যাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, গণপরিবহন, দোকান-পাট, হাট-বাজার ও শিল্পকারখানা। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে ছিন্নমূল এবং শ্রমিক ও পেশাজীবীরা। এ পরিবর্তিত পরিস্থিতিতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিনামূল্যে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। এর আওতায় আজ সকাল সাড়ে ৯টায় উপজেলার ২ নং ফতেপুর ইউপির ৬নং ওয়ার্ড এলাকার টাকাহারা মহল্লার মৃত কুতুব আলীর মেয়ে গিনিআরা বেগমের হাতে ১০ কেজি চাল ও ১ কেজি আলুর প্যাকেট তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইসরাইল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর-রশিদ, সহকারি শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, ওয়ার্ড সদস্য মজিবুর রহমান, ইউপি সচিব রবিউল ইসলাম।