নাচোলের নেজামপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ৮ গরুর মৃত্যু

194

নাচোল উপজেলায় বিদ্যূৎষ্পৃষ্টে ৮টি গরুর মৃত্যূ হয়েছে। গতকাল সন্ধ্যায় নেজামপুর ইউনিয়নের টকটকিয়া শুকানদিঘী গ্রামের একটি বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে। আজ নাচোল থানার উপপরিদর্শকর (এসআই) সোহেল রানা বলেন, ঘূর্ণিঝড়ের কারণে গত বুধবার রাত থেকে নাচোলে বিদ্যূৎ সরবরাহ বন্ধ ছিল। গতকাল সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এসময় শুকানদিঘী গ্রামে বাঁশঝাড়ের নিকট দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার হটাৎ ছিঁড়ে পড়ে বাঁশঝাড়ের উপর। এতে পুরো বাঁশঝাড় বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় সেখানে মাঠ থেকে খেয়ে এসে বাথান যাবার পথে বিশ্রামরত ৮টি গরু বিদূৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উপপরিদর্শক সোহেল রানা আরও বলেন, গরুগুলির মালিক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গাইনপাড়া এলাকার আকরাম হোসেন ও মওদুদ আলী। তারা দাবি করেছেন ৮টি গরুর মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।