নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে
ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার নবজাতকও। বুধবার ইসরায়েলি হামলায় এক নবজাতকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং এক সপ্তাহ বয়সী শিশু রয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দারাজ পাড়ার জাবালিয়া বাস স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার পূর্ব দিকে অবস্থিত এক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। আল-জাজিরা জানিয়েছে, মায়েন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি বাড়িতে অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল। খান ইউনিসে এর আগে কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটবর্তী আবাসিক এলাকা আল-কাবিরা শহরে আরো চারজন নিহত হয়েছে।