নতুন মুখ নিয়ে পাকিস্তান নারী বিশ্বকাপের দল ঘোষণা


আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান নারী ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। নারী ক্রিকেট নির্বাচক কমিটি এই দল চূড়ান্ত করেছে।

একই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে, যা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এই দলে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুনিবা আলী সিদ্দিকী। অভিজ্ঞ ডায়ানা বেগ থাকছেন নবীন খেলোয়াড়দের সঙ্গে মিশে দলকে শক্তিশালী করতে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার আয়মান ফাতিমা। যিনি সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন।

দলে দুটি পরিবর্তন এসেছে। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে গুল ফেরোজা ও নাজিহা আলভিকে সরিয়ে মূল দলে আনা হয়েছে আয়মান ফাতিমা ও সাদাফ শামাসকে। ওই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়।

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে, ২৯ আগস্ট থেকে। পাকিস্তান নারী দল বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশ নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ অক্টোবর অপেক্ষা করছে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে।

পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ২০২৫:
ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেইগ, আয়মান ফাতিমা, নাশরা সন্দহু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সাইদা আরুব শাহ।

নন-ট্রাভেলিং রিজার্ভ:
গুল ফেরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।