নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে  জানালেন ম্যাক্রোঁ

আগামী কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর সেই নতুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার হবে পার্লামেন্ট গৃহীত ২০২৫ সালের বাজেট। বৃহস্পতিবার আইনপ্রণেতারা দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট পাস করার পর এই কথা বলেন তিনি। প্রবীণ রক্ষণশীল মিশেল বার্নিয়ার আধুনিক ফরাসি ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। নিয়োগের মাত্র তিন মাস পর বৃহস্পতিবার অনাস্থা ভোটে হারের পর পদত্যাগ করেন তিনি। সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ‘আগামী দিনে’ বার্নিয়ারের উত্তরসূরির নাম ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, ‘অগ্রাধিকার হবে বাজেট’। একটি মধ্যপন্থী দলের প্রতিনিধিত্ব করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করে ‘একটি বিশৃঙ্খলা’ তৈরি করতে ‘প্রজাতন্ত্র বিরোধী ফ্রন্টে’ অতি-ডান ও বামপন্থি দলগুলো একত্রিত হয়েছে।

সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছেন ম্যাক্রোঁ। তবে বিরোধী দলের কেউ কেউ অবশ্য তার প্রতি পদত্যাগ করার আহ্বানকে প্রতিহত করেছেন। তিনি আবারও নিশ্চিত করেছেন, ২০২৭ সালের মে মাসে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন তিনি। ম্যাক্রোঁ বলছিলেন, ‘আপনারা আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন তা পাঁচ বছরের জন্য এবং আমি শেষ পর্যন্ত কাজ করব।’ ১০ মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নতুন সরকারের উচিত বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করা যারা এতে অংশ নিতে ইচ্ছুক অথবা অন্ততপক্ষে এর নিন্দা করবে না। তবে এটি ঠিক কোন দল সেটি তিনি স্পষ্ট করেননি। এদিকে, বার্নিয়ার ও তার সরকারকে একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকতে বলেছেন ম্যাক্রোঁ।