নতুন প্রজন্মকে দীক্ষা দিয়ে যান কীভাবে দেশকে ভালোবাসতে হয়: বীরমুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক

112

বীরমুক্তিযোদ্ধাদের অনুরোধ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গাড়ির খাঁন বলেছেন, যারা এখনো বেঁচে আছেন তারা নতুন প্রজন্মকে দীক্ষা দিয়ে যান কীভাবে আপনারা দেশকে ভালোবেসে জীবনবাজি রেখে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেন, তারা যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে দেশের জন্য কাজ করে, তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত হতে পারে। রবিবার ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযুদ্ধা পরিবার ও যদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। পরে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযুদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ইফতার সহ উপহার প্রদান করা হয়।