নতুন ইতিহাস রশিদ খানের

129

রশিদ খানের আজ আর আলাদা করে পরিচয় দেয়ার কোনও প্রয়োজন নেই। আধুনিক স্পিন জাদুকর এই মুহূর্তে টি-২০-তে এক নম্বর বোলার। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দু’নম্বরে তিনি। এমনকি পঞ্চাশ ওভারের ক্রিকেটে রশিদ এক নম্বর অলরাউন্ডারও। রশিদ দেরাদুনে প্রথম স্পিনার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়লেন। এখানেই শেষ নয়, রশিদ পরপর চার বলে তুলে নিয়েছেন চার উইকেট। একমাত্র বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে এই রেকর্ড করলেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ছ’জন বোলার হ্যাটট্রিক করেছেন। কিন্তু তারা কেউই স্পিনার নন। সকলেই পেসার। তালিকায় রয়েছেন ব্রেট লি, জ্যাকব ওরাম, টিম সাউদি, থিসারা পেরেরা, ফাহিম আশরাফ ও লাসিথ মালিঙ্গা। তাদের মধ্যে একমাত্র মালিঙ্গারই পরপর চার বলে চার উইকেট নেয়ার নজির রয়েছে।