নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নওগাঁর ব্যবসায়ী আলমগীর হোসেনকে অপহরণের ঘটনায় ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা মো. শাহাজান কে গ্রেফতার করেছে র্যাব-৫। একই সঙ্গে অপহৃত আলমগীর হোসেন কে ঢাকা জেলার সাভারের নতুনপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এর পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শাহাজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চর কচুপিয়া গ্রামে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যবসায়ী আলমগীর হোসেন ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন। পরে অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আলমগীরের ছেলে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় গ্রেফতার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।