নওগাঁয় র‌্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বাধীন একটি আভিযানিক দল, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ঐ এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

পরে গ্রেফতারকৃত আসামি স্বীকারোক্তিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে আটক তরিকুুল ইসলাম এর নিকট হতে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম নওগাঁ জলোর ধামুইরহাট থানার রঘুনাথপুরের মোঃ আব্দুল মতিনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।