ধাওয়ানকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরে ভারতের দল ঘোষণা

90

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ৩ ম্যাচের ওডিআই এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষণা করা হলো ভারতীয় দল। আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। পাশাপাশি সংক্ষিপ্ত সফরে ধাওয়ানের ডেপুটি হবেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ভারতের প্রথম দল যখন ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে তখন দ্বিতীয় দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার বিষয়টি গত মাসেই ঘোষণা করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তেমনই এদিন স্কোয়াডে ঘোষিত হল পৃথ্বী শ্বাহ, মনীশ পান্ডে, কুলদীপ যাদবদের নাম। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের মতো মঞ্চে নিজেদের প্রমাণ করে দলে প্রথমবারের জন্য সুযোগ করে নিলেন কর্ণাটক ব্যাটসম্যান দেবদূত পারিক্কল, তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়া। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে প্রথমবারের জন্য সুযোগ করে নিলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও।