ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ
সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পৃথক আয়োজনে এমন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক আকিব মিয়া, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ, শিক্ষার্থী সীমা খাতুন, ফরহাদ হোসেন, মাহিনুল ইসলাম, রাহাত আলী, মাহিন খান, খাতিজা খাতুন মীম, বায়োজিদ ইসলাম জীবন, শারমীন জান্নাত মিষ্টি। অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজার নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদস্য জাকির আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মিরাজ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।