দ্বিতীয় দিনেও প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফএর উপ ব্যবস্থাপনা পরিচালক

330

দ্বিতীয় দিনের মত আজ সকাল সাড়ে ৮ টায় প্রথমে পলশা বাজারে টার্কির প্রদর্শনী খামার, শ্রীরামপুর গাভী পালন খামার, ভার্মি কম্পোস্ট ক্লাস্টার পরিদর্শন করেন পিকেএসএফএর উপব্যবস্থাপনা পরিচালক অর্থ গোলাম তৌহিদ ও মহাব্যবস্থাপক কার্যক্রম ড. শরীফ আহম্মদ চৌধুরী। এরপর সকাল সাড়ে ৯টায় বালিয়াডাঙ্গায় কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ ইউনিট এবং কেজিএফ কর্মসুচির আওতায় উপকারভোগী খামারীদের সাথে সদস্য ও উপকারভোগীদের সাথে আলোচনা সভা ও টার্কির বাচ্চা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক অর্থ গোলাম তৌহিদ ও বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক কার্যক্রম ড. শরীফ আহম্মদ চৌধুরী। এসময় প্রধান অতিথি পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক অর্থ গোলাম তৌহিদ, সদস্য সুবিধা ভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কাজ ছেড়ে বসে বসে চিন্তা করলে আমরা কাজের উন্নতি করতে পারবনা। আমরা যে যত বেশি জানব সে তত বেশি উন্নত করব। সুবিধা ভোগেিদর জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রশিক্ষন দিবে প্রয়াস থেকে। সেখান থেকে আপনারা জানতে পারবেন কে কি ভাবে গাভী পালন , ছাগল পালন করতে পারবেন। আমাদের সকলেরই প্রশিক্ষন দরকার। আমরা চেষ্টা করব আপনাদের শ্রীঘ্রই প্রশিক্ষনের ব্যবস্থা করা। এছাড়াও সদস্যদের মাঝ থেকে দুজন সুবিধাভোগীদের টার্কির বাচ্চা প্রদান করা হয়। এসময় সুবিধাভোগীরা বলেন, তারা বলেন বাচ্চাগুলো নিয়ে বাসায় খাচা বানাবে তাদের যতœ নিবে। তারাকে ভাল করে খাবার দিবে। এমনকি সকলকে উৎসাহিত করবে। যেন তারা তার দেখাদেখি টার্কির বাচ্চা পালন করে এবং তা দিয়ে সংসারের আয় করবে। বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ মহাব্যবস্থাপক কার্যক্রম ড. শরীফ আহম্মদ চৌধুরী বলেন, যারা ছাগল পালন করছেন তারা দুধ বিক্রি করবেন না। দুধ কিনে ছাগলের বাচ্চাকে খাওয়াবেন। কম থেকে ২০০ থেকে ৩০০ মিলি খাওয়াবেন। ছোট বেলা থেকে ছাগলের বাচ্চার যতœ নিবেন । ছাগলের দুধে প্রচুর পরিমানের ভিটামিন আছে আপনারা ছাগলের বাচ্চাগুলোকে খাওয়ান দেখবেন অসুখ বিসুখ কম হবে। সভাপতি প্রয়াসের নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন বলেন,তিনি সুবিধা ভোগীদের কাছে জানতে চাইলেন কে কি ভাবে কাজ করছে সেই সাথে প্রয়াসের কার্যক্রম তুলে ধরেন । অসহায় দরিদ্রদ্যের জন্য তারা ঋন দেয়। এমনকি ফসলের বীজ গাছের চারা বিতরন করে। যেগুলোর মাধ্যমে অসহায় দরিদ্র সদস্য তাদের পরিবারের স্বচ্ছলতা আনতে পারে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারী প্রকল্প স্বমন্বয়কারী উজ্জীবিত আলাউদ্দীন আহমেদ , পিকেএসএফ এর সহকারী স্বমন্বয়কারী লিফট কর্মসুচি তৌহিদুল ইসলাম, প্রয়াসের পরিচালক মুখলেসুর রহমান, কণিষ্ঠ সহকারি পরিচালক মু. তাকিউর রহমানসহ প্রয়াসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপরে গোবরাতলা ইউনিট অফিসে গৌড়মতি আম ও মাল্টার মিশ্র ফল বাগান প্রকল্পের আওতায় স্থাপিত নার্সারী উদ্বোধন ও দোয়া শেষে পরিদর্শন করেন করেন পিকেএসএফ এর উপব্যবস্থাপক অর্থ গোলাম তৌহিদ। গোবরাতলা ইউনিট অফিস পরিদর্শন এর পর আমারক ও মায়াপুকুরে পুরাতন গৌড়মতী আম ওমাল্টার মিশ্র ফল বাগান পরিদর্শন এবং গৌড়মতী আম ও মাল্টার মিশ্র ফল বাগান প্রকল্পের আওতায় স্থাপিত নতুন বাগান পরিদর্শন ও চারা রোপন করেন তারা। সেখানে ২ টি গৌড়মতি ও ১ টি মাল্টার চারা রোপন করেন। পরে দুপুরে কল্যাণপুর হর্টিকালচার সেন্টার ও রেডিও মহানন্দা পরিদর্শন করেন অতিথিরা।