দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন
দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পরিবর্তন এসেছে। নতুন সূচিতে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু পরে তা বদল করে ২১ মার্চ করা হয়েছে। এবার সেটি আরও একদিন পিছিয়ে ২২ মার্চ করা হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে আগামী ৯ মার্চ। তাই খুব তাড়াতাড়ি আইপিএল শুরু না করে তারিখ পেছানো হয়েছিল। ২২ মার্চ থেকে শুরু হলেও আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে।