দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য প্রকাশ করে অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮০ জন। মারা গেছেন ২৩৭ জন। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন।