01713248557

দেশে ২২ লাখ পশু উদ্বৃত্ত আছে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী

যারা কৌশল করে কিংবা ছলচাতুরির মাধ্যমে কোরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন, তাদের মাথায় হাত পড়তে বাধ্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। দেশে কোরবানির পশু উৎপাদন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রয়োজনের তুলনায় পশু সরবরাহ বেশি আছে। কোরবানির জন্য পশুর চাহিদা ১ কোটি ৭ লাখ; গরু, ছাগল, ভেড়া, মহিষ সব মিলিয়ে। সেখানে প্রস্তুত আছে প্রায় ১ কোটি ৩০ লাখ।