Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৩৪ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩৩৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত রোগীর ২৭৩ জন ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫১ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৫৬৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৩৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২২৫ জন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী চার হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version