ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা চলতি বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু এবং ৪১ হাজার ৮৩১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটল।

রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে শনিবার মারা গেছেন তিনজন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে।

মৃতদের মধ্যে—

মাসওয়ারি মৃত্যু:

হাসপাতালে ভর্তির মাসওয়ারি চিত্র:

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকার বাইরে—

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,০২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকায় ৭৫৬ এবং ঢাকার বাইরে ১,২৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।