দেশে করোনায় মৃত্যুহীন আরও একদিন, শনাক্ত ১০২

123

করোনায় মৃত্যুহীন আরও একটি দিন পার করলো বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।  ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ।