দেশের ১ হাজার ১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ
দেশের ১১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়। সেমিনারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য যাচাই-বাছাইয়ের পর এই খসড়া তৈরি করা হয়েছে।
নতুন তালিকায় ৩৬৫টি নদী যুক্ত করা হয়েছে, যা ২০১১ সালে বাপাউবো বা ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় ছিল না। তবে ২০১১ সালের ৪০৫টি নদী এবং ২০২৩ সালের ১০০৮টি নদীর মধ্যে কিছু নদী তালিকা থেকে বাদ পড়েছে, যা পরবর্তীতে আরো যাচাই করা হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।