দেশের সর্বশেষ্ঠ আম উৎপাদন হয় শিবগঞ্জে বলেছেন সচিব তৈমুর রহমান

138

বাণিজ্য মন্ত্রাণালয়ের অধীন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের সচিব তৈমুর রহমান বলেছেন, দেশের সর্বশ্রেষ্ঠ সুস্বাদু, জাতীয় মানসম্মত ও বিদেশে রপ্তারিযোগ্য আম উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলায়। আজ উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আম ও আম জাতীয় মানসম্মত পণ্যের বহুমুখীকরণ ও বৈশ্বিক বাজারে রপ্তানির লক্ষ্যে প্যাকেজিংয়ের উন্নয়নে দুদিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, আমরা ঢাকায় থেকে আমের রাজ্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে চিনি। তবে আসলে জেলা সদর না। শিবগঞ্জ উপজেলার আম সব থেকে উন্নত। সারাদেশের মধ্যে সব চেয়ে বড় আমের হাট লাগে উপজেলায়। যা কানসাট আম বাজার নামে পরিচিত। বৈশ্বিক রপ্তানির জন্য প্যাকেজিংয়ের উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা এ এখানকার আম বিদেশে রপ্তানি শুরু করব। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষণে ৫০ জন আমচাষী-ব্যবসায়ী অংশ নেয়।