দেবোত্তর সম্পতি অবৈধধভাবে হস্তান্তর মামলায় গোমস্তাপুরে দু’জন কারাগারে

131

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে মামলার ১ ও ৩ নং নম্বর আসামি দেবোত্তর এষ্টেটের মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারি ও গোমস্তাপুরের সাবেক সাবরেজিষ্টার বসু প্রদীপ কুমারকে কারাগারে পাঠিয়েছে। আজ জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন। গোমস্তাপুরের সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস সহ ১০ জন এ মামলার আসামী। এ বছরের ১৮’জুন দুদুক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আল আমিন গোমস্তাপুর থানায় মামলাটি দায়ের করেন। ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী ফেরদৌসুল আলম ডলার জানান, ক্ষিতিশ চন্দ্র আচারী ও বসু প্রদীপ কুমার এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালত তাঁদের চার সপ্তাহের জামিন দিয়েছিল। এছাড়া উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে। আজ ছিল আত্মসমর্পনের শেষ দিন। মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার আসামীরা নিজেরা লাভবান হবার জন্য গোমস্তাপুর মহন্ত এষ্টেটের ৩৪.১২২৫ একর দেবোত্তর সম্পত্তি পরস্পর যোগসাজসে জেলা প্রশাসন বা মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে বেআইনিভাবে হস্তান্তর করেছেন। এ ব্যাপারে অভিযোগ ওঠার পর রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) দুদক চেয়ারম্যানকে চিঠি দেন। এরপর দুদক চেয়ারম্যানের নির্দেশে তদন্ত করে মামলাটি দায়ের করা হয়।