Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

দেবীনগরে বিনামূল্যে চিকিৎসা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার সকালে দেবীনগর দিয়াড় কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্যক্যাম্পে স্থানীয় প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। জেলার স্বেচ্ছাসেবী স্বাস্থ্য গ্রুপ আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মহানন্দা পেশাজীবী পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন, দেবীনগর দিয়াড় কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, আ.ক.ম সাহিদুল আলম পলাশ প্রমুখ। দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বানী, শিশু বিশেষজ্ঞ ডা. নাহিদ আহমেদ মুন, ডা. আবুল কাসেম, নাক,কান, গলা বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম, হাড়জোড় বিশেষজ্ঞ ডা. নাদিম সরকার, ডা. ইসমাইল হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. জাভেদ আকতার, ডা. সাইফ জামান আনন্দ, ডা. টনি, ডা. নুরী, ডা. কিরণ, ডা. স্নেহ, ডা. সুজন, ডা. রাকিব, ডা. সিদ্দিকী। স্বাস্থ্য ক্যাম্পে দেবীনগর ইউনিয়নের প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

Exit mobile version