দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার। পুরোটাই কাঁচা। যুগ যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে। এই সময়ে রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
অবকাঠামোর দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও কোন অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হয়নি, তা জানা নেই এলাকাবাসীর। এই এলাকায় ৫টি প্রাইমারি স্কুল, ২টি হাই স্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় ৬হাজার। তবুও রাস্তাটি পাকা হয়নি।
তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পাকা না হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন। কাদাপানির কাঁচা রাস্তায় তারা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদে অংশ নেন দেবীনগর ইউনিয়নের হাজারো মানুষ। রবিবার দুপুরে এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়।
এ সময় কাঁচা রাস্তায় এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন এবং পাকা করার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতীকী প্রতিবাদস্বরূপ রাস্তায় ধানের চারা রোপণ করেন স্থানীয় যুবকরা।
এসময় স্থানীয় মাদ্রাসার সুপারিনটেডেন্ট বলেন, যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে আছে। রাস্তাটি পাকা করার জন্য কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টা দপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অনেকেই পড়ে গিয়ে আহতও হয়েছেন। এছাড়া কোনো রোগীকে চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।