দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান মাঝারি
দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমান সম্প্রতি কিছুটা উন্নতির দিকে। আজ সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া, ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর, ১১১ স্কোর নিয়ে চতুর্থ সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ১০৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।