দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীর সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের দূর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পাওয়ায় মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ঞিলেন, বাংলাদেশ সরকারের দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরশাখার সভাপতি অধ্যক্ষ জোবদুল হক, রহনপুর পৌরশাখার সভাপতি আব্দুল কাইউম, সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌহিদুজ্জামান, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা শাখার অর্থ সম্পাদক ডা. সুলতান আহমেদ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ নুরুল ইসলাম, নাচোল উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীকে ফুলেল শুভেচছা জানান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলার বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ ড.এমরান হোসেন। অনুষ্ঠানে নতুন ২১ জন সদস্যকে পরিচিতি করানো হয়। উল্লেখ্য, এর আগে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।